জুন ১৬, ২০২৫
Home » খুলনা বিভাগের জাতীয় তরুণ পার্টির সাংগঠনিক দায়িত্ব পেলেন যশোর মণিরামপুরের “জাকির হোসেন বাবু
ei_1739026951209-removebg-preview

শফি সম্রাট,মণিরামপুর প্রতিনিধি

জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পেলেন যশোর মণিরামপুরের কৃতিসন্তন জাকির হোসেন বাবু। শনিবার ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য পেয়েছেন বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর আদর্শের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় তরুণ পার্টিতে ১০টি সাংগঠনিক বিভাগে ১০জনকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় ছাত্র সমাজের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাকির বাবুকে।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন ঢাকা বিভাগে আমজাদ হোসেন প্রধান (গাজীপুর), বরিশাল বিভাগে-সোহাগ খাঁন (পটুয়াখালী), রংপুর বিভাগে-আলমগীর হক (ঠাকুরগাঁও), সিলেট বিভাগে-আবদাল হোসেন আফজাল (সিলেট), চট্টগ্রাম বিভাগে-দ্বীন মোহাম্মদ দিলু (চট্টগ্রাম), রাজশাহী বিভাগে-আওলাদ হোসেন মন্ডল (জয়পুরহাট), ময়মনসিংহ বিভাগে-মেহেদী সুলতান (জামালপুর), ফরিদপুর বিভাগে-হাসান মাহমুদ শামীম (মাদারীপুর) এবং কুমিল্লা বিভাগে-আরমান ভূঁইয়া (ফেনী)।

জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় জাকির হোসেন বাবু”কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম, এ হালিম, সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান সহ জাতীয় পার্টির নেতা বজলু রহমান, মফিজুর রহমান, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, শামীম হোসেন, মনিরুজ্জামান টিটো, মাহবুবর রহমান প্রমুখ

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *