

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
দেশজুড়ে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৭১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার অভিযান শুরুর পর থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, ‘যৌথ বাহিনীর অভিযানে মহানগর এলাকা থেকে ২৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’
এছাড়া, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী।সরকারের নির্দেশনায় সন্ত্রাসী কার্যকলাপ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গাজীপুরসহ সারা দেশে যৌথ বাহিনীর এ অভিযান চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।