মার্চ ২১, ২০২৫
Home » দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা 
IMG_20250209_161214

আবু সাঈদ,দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি

দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার ৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায় প্রকল্পের আওতায় উক্ত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর রেবেকা সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব খালিদ হাসান খাঁন, সাবেক শিক্ষক সমাজসেবক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা

দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য জাহানারা বেগম, ইউপি সদস্য আবুল খায়ের, ইউপি সদস্য আব্দুল জলিল গাজী, সমাজসেবক গনেশ মূখার্জী, হেনা পারভিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সভায় আইনগতভাবে গ্রাম আদালত কি, কিভাবে জনগন উপকৃত হতে পারে, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বি়ভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়। শেষে বিভিন্ন প্রদর্শনী করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *