মার্চ ১৬, ২০২৫
Home » দেবহাটার গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন
IMG_20250209_134113

আবু সাঈদ,দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি

দেবহাটার গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির নিজস্ব অফিসে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনারুল ইসলাম। গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী আজমল হোসেন, গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুকুল সরদার, সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সাধারন সম্পাদক সবুর সরদার, সহ-সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ শহীদ সরদার, ক্রীড়া সম্পাদক আব্দুল আলিম গাজী প্রমুখ। শেষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। প্রীতি এই অনুষ্ঠানে সকলে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *