মার্চ ২১, ২০২৫
Home » ধর্ম যার যার, বাংলাদেশ সবার  জামায়াতের আমির ডা. শফিকুর রহমান 
received_997528965617875

সামছুল কিবরিয়া সুমন 

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা আমাদের দেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিভেদ একেবারেই মানি না।” তিনি আরও বলেন বাংলা দেশে জন্মগ্রহণ করা সবাই মর্যাদাবান নাগরিক, এবং ইসলাম বা অন্য কোন ধর্ম কাউকেই জোর খাটানোর অধিকার দেয় না।
তিনি তার বক্তব্যে বলেন, “সমাজে সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিল। এই বিভেদের কারণে বিভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন, সম্পত্তি গ্রাস, জায়গা-জমি দখল, ইজ্জতের অপমান এবং ঘরবাড়ি পুড়ানো হয়েছে।” তিনি দাবী করেন, এসব ঘটনার জন্য জামায়াত দায়ী নয়। ডা. শফিকুর রহমান ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি জামায়াতের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ করেন, আমাদের কাছে নাম ঠিকানা দিয়ে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ন্যায়বিচার নিশ্চিত করবো এবং এসব অপকর্মে আমাদের সহকর্মীরা জড়িত নয়।
ডা. শফিকুর রহমান ২৪-এর অভ্যুত্থানকারী প্রজন্মকে সম্মান জানিয়ে বলেন, তোমাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, তবে স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। তবে তোমাদের নেতৃত্বে ফ্যাসিজমের বিরুদ্ধে জাতি সফল হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *