

মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা
পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের লিয়াকত গাজীর ছেলে ভূমিদস্যু আওয়ামী লীগের সহযোগী শাহিনুর গাজীর বিরুদ্ধে রোপন ধান নষ্টের অভিযোগ। তৈলকুপী গ্রামের মৃত্যু মাতব্বর সরদার এর ছেলে মোসলেম সরদার ও তার ভাইদের পৈত্রিক জমির প্রায় ১৮ শতক জায়গার আমন ধানের চারা পূর্ব শত্রুতার জেরে চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠেছে তৈলকুপী গ্রামের লিয়াকত গাজীর ছেলে আওয়ামী লীগের সহযোগী শাহিনুর গাজী ও তার ভাইদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, পাটকেলঘাটা থানার শাকদাহ মৌজার দাগ ৪৮০৯,৪৮১০,৪৮১৩ দাগের ২০.৫০ জমি মাতব্বর সরদার ছেলে পৈত্রিক ভাবে পায় কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের সহযোগী শাহিনুর গাজী সন্ত্রাসী কায়দায় হামলা মামলা দিয়ে ও পুলিশের মাধ্যমে দীর্ঘদিন অবৈধ ভাবে দখল করেন। ২০২৪ সালের ৫ই আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে মাতব্বর সরদার এর ওয়ারেশরা পুনরায় দখলে নেয় এবং গত শক্রুবার সকালে ইরি ধান রোপন করেন। পূর্ব শত্রুতার জেরে শাহিনুর গাজী রবিবার দিবাগত রাতের আধারে সন্ত্রাসী কায়দায় ফসলী জমির দখল ও আলামত নষ্টের জন্য এই কাজ করেছে বলে এলাকাবাসীর ধারণা। উক্ত জমিতে সাতক্ষীরা দেওয়ানী কোর্টে মামলা চলমান থাকা সত্তেও তারা আমার জমির ইরিধানের চারা নষ্ট করেছে। আমি প্রশাসনের কাছে নায্য বিচার দাবি করছি। এবিষয়ে পাটকেলঘাটা থানার ওসি মাউনুদ্দীন কে জানালে বলেন, ফসলী জমির ইরিধানের চারা নষ্ট করার বিষয়ে মৌখিক শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।