মার্চ ২১, ২০২৫
Home » পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৯ মাসের গর্ভবতী সহ আহত ৫ র,মে,কে ভর্তি
IMG_20250209_153717

মোস্তাক আহমেদ বাবু  রংপুর

ঘটনাটি ঘটে রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কাইদা হারা বড় রংপুর এলাকায়। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়ঃ রংপুর নগরীর ৩২নম্বর ওয়ার্ড,তাজ হাট থানাধীন কাইদাহারা বড় রংপুর এলাকার গোলজার হোসেন এর পুত্র বকুল মিয়া,৪৬ এর সাথে দীর্ঘদিন ধরে,জমি সংক্রান্ত বি- রোধ চলে আসছে। অত্রএলাকার মৃত্যু-ভরসা শেখ এর পুত্র আঙুর মিয়া(৫৫)য়ার। ঘটনার দিন ৭ফেব্রু- য়ারি ২০২৫ ইং শুক্রবার সকাল ৮ টার দিকে আঙুর মিয়ার শ্যালোক পুলিশ সদস্য লালমনিরহাট জেলা- য় কর্মরত শাহাজালাল (৪০) এর  হুকুমে আব্দুল খলিল,ও একরামুল,রুবেল,নুর মোহাম্মদ,মতিয়ার মিঞা,গোলাপ,রহিম,আঙুর মিয়া,সহ অজ্ঞাত ১০- ১৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে,হামলা চালায় বকুল মিয়ার পরিবারের ওপরে। এ সময় ৯ মাসের গর্ভবতী মহিলা সহ আহতহন ৫ জন,তারা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে,বিভিন্ন ওয়া- র্ডে চিকিৎসাধীন অবস্থায রয়েছে।
উল্লেখ্য যেঃতাদের মধ্যে র,মে,কের,মহিলা সার্জারী ১৬ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৯ মাস গর্ভবতী আমিনা বেগম(২২)। এছাড়াও অত্র হাসপা- তালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সেলিনা বেগম,(৩৫)এলিনা বেগম (৪২)আকলিমা বেগম (২৮),মোঃ বকুল মিয়া(৪৬)অভিযুক্ত পুলিশ সদস্য শাহাজালাল এর সাথে মুঠোফোনে কথা হলে,তিনি বলেন,ঘটনা স্থলে আমি ছিলাম না কেন বা তারা আমার নাম দিয়েছে আমি বলতে পারি না। তবে ঘটনায় আমার চাচা গোলজার হোসেন ছিল উনি ভালোভাবে বল- তে পারবে বলে জানান।  এ বিষয়ে  ভুক্তভোগীরা তাজহাট মেট্রোপলিটন থানায় অভিযোগ দিতে গেলে,অভিযোগ নিতে অনীহা প্রকাশ করেন থানা পুলিশ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *