মার্চ ২৫, ২০২৫
Home » বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেফতার
IMG_20210521_234015_281

মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৫ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার  (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।  গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিঞার ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বড়পলাশবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি জিন্নাত আলী (৩৬), আমজানখোর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহের আলী, বড়বাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি মাহাবুব আলম (৪৫), বড়বাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাদিত (৩২) এবং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জয়নুল হক (৪৫)। বালিয়াডাঙ্গী ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের হত্যা, মারপিটসহ চাঁদাবাজির অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার আসামীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *