মার্চ ২৫, ২০২৫
Home » ভেড়ামারায় জমির উদ্দিন প্রবাসীর বাড়ি ভাংচুর ও লুটপাট
1739074778778 (1)

মোঃ সাহেদ হোসেন, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

সারা দেশের ন্যায়  ইং-০৭/০২/২০২৫ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন এর সাতবাড়িয়ার উত্তরভবানীপুর এলাকার জমির উদ্দিন প্রবাসীর  বাড়িঘর ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে। জমির উদ্দিন এর সহধর্মিণী সুফিয়া খাতুন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সুফিয়া খাতুন এর লিখিত অভিযোগ নিম্নরূপ – আমি মোছাঃ সুফিয়া খাতুন (৩৪), স্বামী মোঃ জমির উদ্দিন, সাং-উত্তরভবানীপুর (ফুলতলা: ওয়ার্ড নং-০৮): সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ মাবু (৪০), পিতা-অজ্ঞাত, ০২। মোঃ জিদনী (২০)-পিতা-মোঃ মাবু, ০৩। মোঃ হায়া (২০), পিতা-অজ্ঞাত, ০৪। মোঃ ফরাদ (২২), পিতা-অজ্ঞাত, ০৫। মোঃ জুবায়ের (২২), পিতা- অজ্ঞত, ০৬। মোঃ পল্লব (২০), পিতা-অজ্ঞাত, সর্বসাং-ভাঙ্গাপুল, সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণ সহ অজ্ঞাতনামা বিবাদী ০৮/১০ জনের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, ইং-০৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ১০.০০

ঘটিকার সময় ১-৬নং বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীগণ ধারালো রামদা, ধারালো হাসুয়া, হাত-কুড়াল, লোহার রড, লোহার পাইপ, লাঠিসোটা প্রভৃতি দেশীয় অস্ত্রেসরে বেআইনী জনতাবন্ধে সংঘবদ্ধ হয়ে উল্লেখিত ঠিকানস্থ আমার স্বামীর বসত বাড়ি প্রবেশের সদর দরজা তাদের হাতে থাকা উক্ত অস্ত্রসস্ত্র দিয়ে ভাংচুর করে অনুমান ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকার ক্ষতিসাধন করে। বিবাদীগণ উক্ত সময়ে বাড়ির উঠানে প্রবেশ করে তাদের হাতে থাকা উক্ত অগ্রসর দিয়ে খুনজখমের হুমকি প্রদান করে ঘরে প্রবেশের দরজা খোলার জন্য ভয়ভীতি দেখাতে থাকে। আমি বিবাদীগণের এহেন কার্যে ভীত হয়ে ঘরে প্রবেশের দরজা না খুললে বিবাদীগণ তাদের হাতে থাকা অস্ত্রসস্ত্র দিয়ে ঘরে প্রবেশের একটি কাঠের দরজা, দুইটি থাইগ্লাসের জানালা

সিসি ক্যামেরা ভাংচুর করে অনুমান ৯৫,০০০/= (পঁচানব্বই হাজার) টাকার ক্ষতিসাধন করে জোরপূর্বকভাবে বসত ঘরের ভিতরে প্রবেশ করে। বিবাদীগণ উক্ত সময়ে আমার বসত ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করে তাদের হাতে থাকা অস্ত্রসস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আমার পরিচিত এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের বালা, ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, এক ভরি ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৪,২০,০০০/= (চার লক্ষ বিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। বিবাদীগণ উক্ত সময়ে আমার ঘরের আলমারির ড্রয়ার খুলে রক্ষিত নগদ ৭০,০০০/= (সত্তর হাজার) টাকা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রাদি লুটপাট করে ঘটনাস্থল থেকে চলে যায়।

প্রবাসীর জমির উদ্দিন এর সাথে মুঠোফোনে কথা বললে জানতে পারি সে ২৪ বছর ধরে দেশের বাইরে থাকে সে কোন রাজনীতির যুক্ত নেই তার বড় ছেলের বয়স ১৫ বছর ছোট ছেলের বয়স ৮ বছর সে বলে আমার সন্তানেরা যদি বড় হতো রাজনীতি করতে তাও মেনে নিতাম আমরা কি দোষ করছি। এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *