

মো: কায়সার উদ্দিন, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ময়মনসিংহ এর আয়োজনে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ এর বাস্তবায়নে শনিবার (৮ ফেব্রয়ারী) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহনে ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪টি ইভেন্টে অংশ গ্রহন করে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো:মোখতার আহমেদ।
ওই সময় ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক ড. মো: মফিজুল ইসলাম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জামাল পুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী অফিসার মো:আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াসহ চার জেলার অন্যান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শেরপুর জেলা প্রশাসনকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।