মার্চ ২৩, ২০২৫
Home » শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ জেলা ওলামা লীগের সভাপতি গ্রেফতার
PIC 6565656565(65)

 

মো:কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসিলাগাঁও এলাকা থেকে শনিবার (৮ ফেব্রয়ারী) রাত ৯টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া একইদিন ভোরে জেলা ওলামা লীগের সভাপতি নুরুল আমিনকে শেরপুর শহরের বাগরাকসা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শের পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাহমুদুল হাসান রুবেল শেরপুরের শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলীর ছেলে ও ঢাকা বিম্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। পুলিশ জানায়, শেরপুর সদর থানায় গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় শনিবার ভোররাতে জেলা ওলামা লীগের সভাপতি নুরুল আমিনকে শেরপুর শহরের বাগরাকসার নিজ বাসা থেকে গ্রেফতার করা
হয়েছে। অন্যদিকে, শনিবার (৮ ফেব্রয়ারী) রাত ৯টার দিকে ঝিনাইগাতী থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসিলাগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *