মার্চ ২৫, ২০২৫
Home » সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের এক দম্পত্তির মর্মান্তিক মৃত্যু
mkmmji

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের এক দম্পতির মৃত্যু হয়। শুক্রবার রাতে নীলফামারীর ডোমার থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ এ দর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও পৌরসভার মুসলিমনগর এলাকার আমিনা খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী মো. আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হন।

প্রত্যদর্শীরা জানান, দেবীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর গুরুতর আহত আকতার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *