মার্চ ২৩, ২০২৫
Home » সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আর নেই
image - 2025-02-09T124849.328

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্টজনেরা তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *