মার্চ ১৫, ২০২৫
Home » গাজীপুরে ছাএজনতার উপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন 
IMG-20250209-WA0023

মোঃ মাইনুদ্দিন শিকদার, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক  মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা হয়। এ ছাড়া শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
এর প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা  এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পতিত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, যে পর্যন্ত পতিত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার করা না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গাজীপুরে আন্দোলনকারীদের হামলা ও গুলি করার প্রতিবাদে রবিবার চন্দ্রা ত্রিমোড় এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *