মার্চ ২১, ২০২৫
Home » গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা
1000093264
মানোয়ার হোসেন রাজু ,গোপালগঞ্জ  প্রতিনিধি
গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভূমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  স্থানীয় ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর শেখ ও নুর ইসলাম শেখ পিতা- মৃত আব্দুল বারিক শেখ, সাং- পুখুরিয়া গোপালগঞ্জ, ৩১ নং পাটকেল বাড়ি  সাকিনে তার বসতভিটা দখলের জন্য স্থানীয় সন্ত্রাসী, দাঙ্গাবাজ, চাঁদাবাজ ভূমিদস্যু আনোয়ার শেখ গং –  আনোয়ার শেখ, পিতা মৃত – খোরশেদ শেখ, জোরপূর্বক উক্ত ব্যক্তির বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। পরে গোপালগঞ্জ বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে ভুক্তভোগীরা একটি দেঃ মামলা ৪৭/২৫ দায়ের করেন। অতঃপর ওই মামলা দায়েরের পরে বিবাদী গং এরা জোরপূর্বক উক্ত ভূমিতে দখলের চেষ্টা চালালে বিজ্ঞ সদর সহকারী জজ উক্ত নালিশি ভূমিতে নিষেধাজ্ঞা জারি করেন।
কোর্ট থেকে আনোয়ার শেখ গং বরাবর “স্ট্যাটিসকো” নোটিশ প্রদান করার পরেও বিবাদী গং এরা নিষেধাজ্ঞা অমান্য করে টিনের স্থাপনা তৈরি করে এবং গাছপালা কেটে উক্ত ভূমি দখল করে নেন। তাই প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রাপ্তির জন্য সুবিচার প্রার্থনা করেছেন ভুক্তভোগীরা। উল্লেখ থাকে যে  স্থানীয় ৬নং পাইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান উক্ত বিষয়ে  সালিশ বৈঠক করে লিখিত মীমাংসা করেন তারপরেও সেটি ভঙ্গ করে বিবাদী গং এরা প্রায় ৩০ শতাংশ ভূমিতে বাঁশের প্রাচীর তৈরি করেন একটি অভিযোগ দায়ের করে  প্রতিপক্ষ অর্থাৎ আনোয়ার শেখ গং-এরা। বিষয়টি আমলে না নিয়ে জোরপূর্বক ঘর তুলেন তাই প্রশাসনের কাছে ভুক্তভোগী বাদিদ্বয় ন্যায়বিচার প্রাপ্তির জন্য এবং সুবিচার প্রাপ্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে স্থানীয় লোকজনের সাথে গণমাধ্যম কর্মীরা কথা
বলেন ইতিমধ্যে উক্ত বিষয়টি সত্যতা নিশ্চিত করেন আনোয়ার শেখ গং দের বিরুদ্ধে চাঁদাবাজি জোরপূর্বক ভূমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য তথ্য প্রমাণ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যার প্রমাণ হিসেবে গোপালগঞ্জ ১২১/১৯ মামলা এবং ৫৪৬/১৯ মামলা বিদ্যমান আছে বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় শান্তিকামি সাধারণ জনগণ প্রশাসনের নিকট দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার শেখের বক্তব্য নিতে তার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *