মার্চ ২১, ২০২৫
Home » তানোরে নিজের উদ্ভাবিত নূর ধানের চাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে উপহার দিলেন কৃষক
FB_IMG_1738840353860

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার এক উদ্যমী কৃষক তার নিজস্ব উদ্ভাবিত নূর ধানের চাল উপহার হিসেবে তুলে দিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাস্তুরা আমিনা মহোদয়কে। নূর ধান স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি বিশেষ জাত, যা উচ্চফলনশীল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ বলে দাবি করেছেন উদ্ভাবক। কৃষকের এই উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তার এ প্রয়াসকে সাধুবাদ জানান। চাল হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, স্থানীয় কৃষকদের উদ্ভাবনী চেষ্টাকে আমরা সর্বদা উৎসাহিত করি।
নূর ধানের ফলন ও গুণগতমান সম্পর্কে গবেষণা ও প্রচারণা চালানো হলে এটি কৃষকদের জন্য লাভজনক হতে পারে। সহকারী কমিশনার (ভূমি) মাস্তুরা আমিনা বলেন উদ্ভাবনী ধানের জাত ছড়িয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহায়তা দেওয়া হবে। কৃষকদের নতুন নতুন জাত উদ্ভাবনে আমরা পাশে থাকবো। উল্লেখ্য, নূর ধান স্থানীয় কৃষক নূর মোহাম্মদ উদ্ভাবন করেছেন, যা প্রতিকূল আবহাওয়ায়ও ভালো ফলন দিতে সক্ষম। এ ধান চাষে রাসায়নিক সারের ব্যবহার তুলনামূলক কম, যা পরিবেশবান্ধব কৃষির দিকে এক ধাপ এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় কৃষকরা মনে করছেন, প্রশাসনের সহায়তায় নূর ধান বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন করা গেলে এটি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *