প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৫, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৯:০০ পূর্বাহ্ণ
তিতাসের দক্ষিনআকালিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড//নগদ টাকা ও ঘর পুড়ে ক্ষতি প্রায় ২০লাখ টাকা

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস কুমিল্লা প্রতিনিধি
একটি পরিবারের স্বপ্ন পুড়েছে চোখের সামনে/পাশে দাড়ানোর আহ্বান এলাকাবাসীর কুমিল্লার তিতাসের দক্ষিন আকালিয়ায় দিনে দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি বসত ঘর, নগদ পাঁচ লক্ষ টাকা, সাড়ে চার ভরি স্বর্ন ও প্রবাসে যাবার পাসপোর্টসহ আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। রবিবার দুপুর সাড়ে ১২দিকে উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে এ অগ্নি কা ন্ডের ঘটনায় প্রবাস যাবার স্বপ্নও পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করছেন, পুর্ব শত্রুতার জের ধরে কেউ এমন ভয়াবহ কান্ড ঘটিয়েছেন।
ভূক্তভোগি মোঃ হেলেন মিয়া বলেন, তিনি বাজারে ছিলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি বাজার থেকে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা হইনি কিছুই। ছেলে ফয়সালকে বিদেশে পাঠানোর জন্য কিস্তিতে তোলে আনা নগদ পাঁচ লাখ টাকাও রেখেছিলেন ঘরেই। শোকেছে রাখা ছিলো পরিবারের সাড়ে চার ভরি স্বর্ন ও পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র।
চোখের সামনেই সর্বনাশা আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে; সেই সাথে একটি পরিবার ঘুরে দাঁড়ানোর শেষ স্বপ্নটুকুও পুড়ে নিঃশেষ হয়ে গেছে। এখন চিন্তার ভাজ কপালে দিগুণ একদিকে কিস্তি পরিশোধের অন্যদিকে ঘর তৈরীর। এলাকাবাসী সমাজের বিত্তমানদের কাছে এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ক্ষতি কাটিয়ে কিছুটা হলেও যেনো ঘুরে দাঁড়াতে পারে; সে জন্য সাধ্যমত সহযোগিতার দাবিও রাখেন তারা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোঃ আবু সাঈদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা প্রদানের আশ্বাস দেন। আকালিয়া গ্রামের মোঃ এনামুল হক বলেন, পরিবারটি এমনিতেই অনেক অসহায় ও গরীব ছিলো। আগুনে আর তাদের কিছুই রেখে যায়নি। একেবারে নিঃস্ব করে গেছে। এখন সবাই যদি যার যার জায়গা থেকে সহযোগিতা করে; তাহলে পরিবারটি ঘুরে দাঁড়ানোর ভরসা পাবে। এ বিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সুমাইয়া মমিন সাংবাদিকদের জানান, তিনি ফেসবুকের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা জেনেছেন।

Design and Developed by: Manobadhikar IT