প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
দিনাজপুর হিলিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ পরিচয়পত্র বিতর

মোঃওয়াজ কুরনী, দিনাজপুর হিলি প্রতিনিধি
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ পরিচয়পত্র প্রদাণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবার আয়োজনে এসব সুবর্ণ পরিচয়পত্র বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সুবর্ণ পরিচয়পত্র বিতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায় ও হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম।এসময় ১০ জনকে সুবর্ণ পরিচয়পত্র দেওয়া হয় এছাড়াও উপজেলার আরো ২ হাজার ৬০ জন প্রতিবন্ধী এই সুবর্ণ পরিচয়পত্র পেয়েছেন।

Design and Developed by: Manobadhikar IT