

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় মাহিয়া আক্তার হাঁসি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত ৮ ফেব্রুয়ারী শনিবার উপজেলার চামরুল ইউনিয়নের বেড়াগ্রামের হাঁসি সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। জানা গেছে, ঘটনার দিন গত শনিবার সন্ধ্যা ৭টায় মাহিয়া আক্তার হাঁসি সবার অগোচরে নিজ শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। তার শ্বশুর সাইদুল ইসলাম গৃহবধূ মাহিয়া আক্তার হাঁসিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে বাড়িসহ আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে ঝুলন্ত মৃত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে গৃহবধূর বাবা হাসমত আলী বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে সঠিক রহস্য উদঘাটনের জন্য লাশ রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পোস্ট মোর্টেমের জন্য প্রেরণ করেছে।