মার্চ ১৬, ২০২৫
Home » প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪  এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধন 
IMG_20250209_163745

মোঃ আক্তারুজ্জামান,স্টাফ রিপোর্টার

ফরিদপুরের ভাঙ্গায় ৯ ফেব্রুয়ারী রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শুভ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে যে সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন  ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকছেদুর রহমান, ভাঙ্গা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক, ভাঙ্গা উপ জেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাচেন উদ্দিন, ভাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস ও ভাঙ্গ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমুখ। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *