মার্চ ১৬, ২০২৫
Home » বুড়িচংয়ে আইনজীবীসহ তিন আওয়ামী লীগ নেতা আটক
images (5) (2)

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচংয়ে আইনজীবীসহ তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন
কুমিল্লা জজ কোর্টের আইনজীবী ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম এবং মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন। ওসি আজিজুল হক জানান, **বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে  তাদের আটক করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, রেজাউল করিম ও জামাল হোসেনকে গতরাতে বুড়িচং থানা পুলিশ আটক করে, আর আইনজীবী রেজাউল করিম খোকনকে আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে দুইজনকে জেল হাজতে পাঠানো হবে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *