মার্চ ২৩, ২০২৫
Home » মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শান্তনা গ্রেফতার
IMG-20250209-WA0015

মোঃ আব্দুল হামিদ,মেহেরপুর ক্রাইম রিপোর্টার

কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহানা ইসলাম শান্তনা গ্রেফতার হয়েছেন,শনিবার দিনগত রাতে রাজধানীর কল্যাণপুর বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী শাহানা ইসলাম শান্তনা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য। তিনি গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী, গেল পৌরসভা নির্বাচনের পর থেকে স্বপরিবারে ঢাকার কল্যাণপুরে বসবাস করছিলেন আশরাফুল ইসলাম,শনিবার দিবাগত রাতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়, চলমান ‘‘অপারেশন ডেভিল হান্ট” এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে,তবে অভিযানের সময় আশরাফুল ইসলাম বাসায় ছিলেন না। এদিকে রোববার সকালে শান্তনাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়। ঢাকার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকালই আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ,বিষয়টি নিশ্চিত করেছেন শান্তনার ঘনিষ্ট এক স্বজন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *