

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের সহায়তা করতে সেখানে মোতায়েন রয়েছে ধানমন্ডি থানার একটি দল সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যরা সেখান থেকে আলামত সংগ্রহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছেন।
গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাড়িটিতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক্সাকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটি। এরপর পাশের নির্মাণাধীন একটি ভবনকে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়। ভবনটির বেজমেন্টে পানি জমে ছিল। সেখানে “আয়নাঘর” রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট করেন। এরপর সেই পানি সরানোর উদ্যোগ নেয় ফায়ার সার্ভিস।
৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। ওই দিন দুপুর দেড়টার দিকে পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে বিবিসি বাংলাকে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, ভবনের বেজমেন্ট থেকে পানি অপসারণের পর “আয়নাঘর” বা তেমন কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে কাজ করতে দেখা গেছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।