

সামছুল কিবরিয়া সুমন
বন বিভাগ,পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম জেলা প্রশাসন ও হাটহাজারী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১০/০২/২০২৫ খ্রি: তারিখ বেলা ১১:০০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর অধিক্ষেত্রাধীন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রাম নামক এলাকায় পরিবেশের ছাড়পত্র, জেলাপ্রশাসের লাইসেন্স হালনাগাদ না থাকার কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধীত-২০১৯) অমান্য করে ইট ভাটা পরিচালনা করায় ০৫ (পাঁচ) টি অবৈধ ইটের ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৬ (ছয়) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া ঐসব ব্রীক ফিল্ড এলাকায় আনু: ১ হাজার ঘনফুট বিবিধ জ্বালানী কাঠ পাওয়ায় জব্দ করা হয় এবং স্থানীয় ব্যবস্থাপনায় হাটহাজারী রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়।
জনাব শারমিন জাহান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম, জনাব নুর আলম,পরিচালক,পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম জনাব এবিএম মশিউজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিট্রেট হাটহাজারী উপজেলা, জনাব মো:সাইফুল ইসলাম,রেঞ্জ কর্মকর্তা,হাটহাজারী রেঞ্জ, পুলিশ সদস্যসহ ২০-৩০ জনের টিম অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন। জনাব এস এম কায়চার,বিভাগীয় বন কর্মকর্তা,চট্টগ্রাম উত্তর বন বিভাগ মহোদয় সকল সংস্থার কর্মকর্তাগণকে আন্তরিক অভিনন্দন জানান এবং এধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানান