

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলার কালাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ২০২৫ এর জানুয়ারি মাসের কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান, কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, পুনট এর প্যানেল চেয়ারম্যান মুরশেদুল, উপজেলার পল্লীবিদ্যুৎ এর ডিজিএম হামিদুল ইসলাম, উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুজ্জামান, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রিগান, প্রেসক্লাব কালাই এর সভাপতি মোঃ আতাউর রহমান প্রমুখ। এসময় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।