

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। রবিবার(০৯ ফেব্রুয়ারী)রাতে মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফারুক মিয়া,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শওকত হোসেন,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাবু
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের ও নাদিম হোসেন দিপু,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম ও ইসমাইল হোসেন এবং আব্দুল মান্নান এছাড়াও ৩ নং ওয়ার্ড কৃষ কলীগের সাধারণ সম্পাদক রওশন আলী ও ১নং ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজান মন্ডলকে আটক করেছে পুলিশ। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন,গতকাল রাতে কাশিমপুরের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১১নেতাকর্মীকে আটক করা হয়েছে।তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।