মার্চ ১৬, ২০২৫
Home » কৃষক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে : কৃষিবিদ হাসান জারিফ তুহিন
IMG-20250210-WA0000

মো:অলিউল্লাহ খান,রিপোর্টার

 ব্রাহ্মণবাড়িয়া কৃষক দলের আয়োজনে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গত ০৮/০২/২০২৫ ইং তারিখ শনিবার ঐতিহাসিক শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে তৈরি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক  দল।
বাংলাদেশ কৃষি সম্ভাবনাময় দেশ।কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের ধারা তৈরী করে দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১দফায় কৃষি ও কৃষকদের বিশেষ ভাবে প্রাধান্য দিয়েছেন এবং ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের মাধ্যমে কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরো বলেন কৃষি বাঁচলে কৃষকের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণের খাদ্য সংকট দূর হবে এবং আমদানি নির্ভরশীলতা কমে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষক দলের আহ্বায়ক আবু আরিফ মোহাম্মদ শামীম (ভিপি শামিম) বলেন বিগত সৈরাচার খুনি হাসিনার দোসরদের দৌরাত্ম্যে বাংলাদেশে কৃষির ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুশিয়ে নিতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের জন্য যে বিপ্লবের ধারা তৈরী করে দিয়েছিলেন সেই বিপ্লব বাস্তবায়ন করতে হবে।তিনি আরও বলেন কৃষক সমাজ একত্রিত হলে কৃষি বিপ্লবের যে প্রধান বাধা সিন্ডিকেট সেটি ভেঙে যাবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান সদস্য সচিব আল আমিন  যুগ্ম আহবায়ক  ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল ইসহাক মেম্বার যুগ্ম আহ্বায়ক। ইমরান আহমেদ রনি আহবায়ক সদর উপজেলা কৃষক দল মামুন মিয়া সদস্য সচিব সদর উপজেলা কৃষক দল কামাল মিয়া আহবায়ক পৌর কৃষক দল স্বপন মিয়া সদস্য সচিব পৌর কৃষক দল কাইয়ূম মেম্বার যুগ্ম আহ্বায়ক  মতি মিয়া যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল যুগ্ম আহ্বায় মো:উজ্জ্বল যুগ্ম আহ্বায়ক  ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল।কাউসার মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দল।
আরও উপস্থিত ছিলেন ফারহান আহমেদ সি:যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা কৃষক দল মোহম্মদ অলিউল্লাহ খান  যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা কৃষক দল। হোসেন মিয়া যুগ্ম আহ্বায়ক, মো:ইয়াসিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *