
oplus_2

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিক, কুইজ, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল সো মবার বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ বিদ্যালয়ের যে সকল ছাত্র ছাত্র-ছাত্রী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরুস্কৃত করা হয়েছে। এসময় উপস্থিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ
সহকারী শিক্ষা অফিসার গীতা রানী, সাবেক প্রেস ক্লাব সভাপতি, শিক্ষক মোঃ আব্দুল আজিজ মণডল, ভেড়ম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান,প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল বারী পলাশ, প্রধান শিক্ষক শামীম আরা, প্রধান শিক্ষক শাহেদ আর জলী, প্রধান শিক্ষক এম এ , হানিফ, সঞ্চালনায় প্রধান শিক্ষক আবু মুসা । এসময় আলমপুর ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত থেকে অতিথি ও ক্রীড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের করতালি দিয়ে উৎসাহ প্রদান করেন, সবশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন।