মার্চ ১৬, ২০২৫
Home » নালিতাবাড়ীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
PIC 78787878(787)

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার

নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে ‘‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং কিশো গ্যাং  সহ আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণকল্পে সোমবার (১০ ফেব্রয়ারী) দুপুরে নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ধসঢ়;) শাহ্ধসঢ়; শিবলী সাদিক। সভার শুরুতেই প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ধসঢ়;) থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধিজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তাঁর বক্তব্যে

সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ার আহ্বান জানান। এবং উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়নে অঙ্গিকার ব্যক্ত করে আইন-শৃংঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্ব স্ব অবস্থান থেকে সকলের সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।। তিনি আরও বলেন, পুলিশি সেবাকে জনগনের কাছে পৌছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই বিট পুলিশিং মতবিনিময় সভা উক্ত মতবিনিময় সভায় সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী ,স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *