মার্চ ২১, ২০২৫
Home » বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
IMG-20250210-WA0002

মাহাবুব রহমান রাজু, বাঞ্ছারামপুর প্রতিনিধি

ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গত ৬ ডিসেম্বর (২৫-২৬) ঘোষণা করা হয় ।  তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মোফাক্কেরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক  অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি। উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মো.সফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার, এডভোকেট জিয়া উদ্দিন,ম.ম ইলিয়াস,কবি শাহজাহান আবদালী প্রমূখ।
বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির এই পরিচিতি সভা যেন প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছিল! উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের আলোকিত গুণীজন ও সদস্যবৃন্দ! সাধারণ সদস্যদের বক্তব্য পর্বে সমিতি তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে বলে বক্তারা আনন্দ প্রকাশ করেন।এই প্রথম সমিতিতে সহ প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খানকে। এছাড়াও কার্যকরী কমিটির অন্যতম  সদস্যদের মধ্য থেকে এম এ মুহিত, আনিসুর রহমান সুজন,এডভোকেট মীর আব্দুল হালিম, সিরাজুল ইসলাম,রাইকা ওয়ালী, ইন্জিনিয়ার সেলিম, ইন্জিনি য়ার আল আমীন, মো. কামরুজ্জামান, আজিজুল হক খোকা, ইকবাল মাহমুদ সুজন প্রমুখ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোফাক্কের হোসেন ও সাধারণ সম্পাদক  অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে  আমরা যত্নশীল ভূমিকা পালন করব। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি (অব:) সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে এযাবৎ দায়িত্ব পালনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আগামী কমিটি সকল সদস্যদের পক্ষে সমিতির উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। তিনি,বাঞ্ছারামপুরবাসী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *