মার্চ ১৬, ২০২৫
Home » বিশ্বনাথে ‘১ম হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ সম্পন্ন
10.02.25

বিশ্বনাথ  সিলেট  প্রতিনিধি

বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এবং ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হয়েছে ‘১ম হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’। পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদারের উদ্যোগে ও উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় ওই টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ‘ছনকারীগাঁও (বেতসান্দি) প্রবাসী জুটি (নাঈম-মিজান)’ ৩-০ সেটে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ‘ফরিদপুরের মামু-ভাগ্না জুটি (হাম্বা- রিয়ান)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপূর্বে টুর্ণামেন্টের একমাত্র সেমি-ফাইনালে ‘ফরিদপুরের মামু-ভাগ্না জুটি (হাম্বা-রিয়ান)’ ২-১ সেটে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ‘শ্রীপুরের আমীর হামজা জুটি (তানভির-গৌরব)’কে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।

ফাইনাল ও সেমি-ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে নাঈম-মিজান জুটি বাংলাদেশে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন ও তানভির-গৌরব জুটি সাবেক চ্যাম্পিয়ন এবং হাম্বা-রিয়ান জুটি ইন্দোনেশিয়া থেকে আগত জুটি। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ‘ছনকারীগাঁও (বেতসান্দি) প্রবাসী জুটি’র নাঈম ও সেরা দর্শকের পুরস্কার লাভ করেন পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের উকিল পাল। অন্যদিকে টুর্ণামেন্ট উপলক্ষ্যে আয়োজিত র‌্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার একটি টার্চ মোবাইল বিজয়ী হন বিশ্বনাথ উপজেলার দন্ডপানিপুর গ্রামের আরিফ মিয়া ও দ্বিতীয় পুরস্কার একটি বটম মোবাইল বিজয়ী হন ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের মেম্বার নোমান আহমদ। উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও টুর্ণামেন্টের আয়োজক হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা ধারাভাষ্যকার

এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো আশরাফুজ্জামান পিপিএম (সেবা), বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, যুক্তরাজ্য প্রবাসী ও বাউসী গ্রামে অনুষ্ঠিত ‘১ম তৈয়বুুর রহমান হুমায়ুন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট’র আয়োজক তৈয়বুর রহমান হুমায়ুন, মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল ও সেমি-ফাইনাল খেলায় অতিথি হিসেবে বিভন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *