

মোঃ কাওসার আলি,শিবগঞ্জ প্রতিনি ধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ট্রাক টার্মিনাল এলাকার বিজিবি চেষ্টা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লা বাড়ির গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৫০)।
পুলিশ সূত্র থেকে জানা যায়, মোশারফ হোসেন এক মাছ ব্যবসায়ী মোটরসাইকেলে যোগে সোনা মসজিদ থেকে ট্রাক টার্মিনাল এলাকার উদ্দেশ্যে
যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোশারফ হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন । শিবগঞ্জ উপজেলার হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় ঘাতক ঢাকা- মেট্রো ট-২২-৯২০৬ নম্বরের ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেন।