

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
আগামী ১৩ ফেব্রুয়ারির দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা এই তারিখকে ঘিরে নানা গুঞ্জন আর সম্ভাবনার হিসাব কষছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতৃত্ব অপেক্ষা করছেন নতুন বার্তার জন্য। প্রশ্ন উঠছে, এই তারিখেই কী আসতে চলেছে আওয়ামী লীগের জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা? কেন ১৩ ফেব্রুয়ারি এত গুরুত্ব পাচ্ছে? এর মূল কারণ হলো, এদিন যুক্তরাষ্ট্র সফরে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বৈঠক হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
এর আগে, ২৭ জানুয়ারি ট্রাম্প এবং মোদির মধ্যে একটি ফোনালাপ হয়, যেখানে মোদি ওয়াশিংটনে সফরের আগ্রহ প্রকাশ করেন এবং ট্রাম্পও ইতিবাচক সাড়া দেন। এরপর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেন যে, ১২ ফেব্রুয়ারি মোদি হোয়াইট হাউজে যাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরে বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেতে পারে, যা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির উপর প্রভাব ফেলতে পারে। আওয়ামী লীগ নেতা ও বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে আন্তর্জাতিক মহল থেকে আসতে পারে নতুন কোনো বার্তা, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে নানা গুঞ্জন চলছে—আন্তর্জাতিক মহল থেকে আওয়ামী লীগের জন্য কোনো ইতিবাচক সমর্থন আসবে নাকি দলটির জন্য অপেক্ষা করছে নতুন কোনো চ্যালেঞ্জ? ১৩ ফেব্রুয়ারির পরই হয়তো এর উত্তর মিলবে।