

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার
জামাল পুর ইসলাম পুর পৌরসভা ৯ নং ওয়ার্ড টংগের আলগা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। খফছের আলী ও তার স্ত্রী শিল্পী বেগম উভয়ই দুজনি বাগ প্রতিবন্ধী। মুখে কথা বলতে পারেনা। জানাযায় দুই বছর পূর্বে শিল্পী বেগমের একটি পা ভেঙে যায় অর্থের অভাবে চিকিৎসা করতে পারেনি। ও তার স্বামী খফছের আলী দুই বছর যাবত রোগে বিছানায় পড়ে রয়েছে। তাদের একটি নলকূপ রয়েছে সেটাও ব্যবহারযোগ্য নয়। প্রতিবেশীরা তাদেরকে যেভাবেই কিছু খাবার দেয় সেই ভাবেই তাদের দিন চলে রাত পুহায় না। এক বেলা পাই আরেক বেলা পাই না এভাবেই তাদের জীবনযাত্রা।