

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
১) দেশটা আবার হাসবে কবে?
দেশটা আবার হাসবে কবে?
ধানের মাঠে স্বর্ণ বৃষ্টি,
নদীর জলে সোনার ছবি,
হাসি ফোটার গল্প কবে
লিখবে সময় নতুন রবি?
আকাশ জুড়ে স্বপ্ন ছিল,
নরম মাটির ঘ্রাণে মেশা,
আজও কেন দুঃখ বয়ে
চোখের মাঝে জলেশেষা?
কোথায় গেলো সেই উচ্ছ্বাস,
সেই মাটির গানের তান?
শিশুর হেসে দৌড় লাগা,
সবুজ ঘাসের রঙিন জান?
দেশটা আবার হাসবে কবে?
যেদিন ভাঙবে বিভেদের দেয়াল,
সত্য ফিরবে, ন্যায় আসবে,
আলোক রবে সবার কপাল।
সেদিন আবার মাঠের মাঝে
উড়বে শিশুর রঙিন ঘুড়ি,
সেই হাসিটুকু ফেরাতে মোরা
শপথ নেবো, আজই জুড়ি!