মার্চ ২১, ২০২৫
Home » কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার
Screenshot_20250211-183825_1 (1)

শুভ্র  মজুমদার, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে৷ গ্রেফতার করেছে পুলিশ।  ১০ ও ১১ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন কালিহাতী থানার অফি সার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *