মার্চ ১৬, ২০২৫
Home » গাঁজা সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড
IMG_20250212_134747

বিশেষ প্রতিনিধি, বড়লেখা মৌলভীবাজার 

কুলাউড়ায় গাঁজা সেবন ও বহনের দায়ে পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-  নাজির আহমদ, মো. রাজু মিয়া, জুনেদ আহমদ, বিধু মালাকার ও মো. সেলিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ সময় গাঁজা সেবন ও বহন করার অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তারমধ্যে দুইজনকে ৫ দিন করে এবং তিনজনকে ৩ দিন করে এই সাজা দেওয়া হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাকণ রাজ জয় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *