মার্চ ২৫, ২০২৫
Home » চাঞ্চল্যকর শত কোটি টাকার মামলার আসামি   সহোদর দুই ভাই গ্রেফতার
oppo_2

oppo_2

পনির,শেরপুর প্রতিনিধি 

 ৯২ টি মামলার পলাতক আসামী কামরুজ্জামান সুজন ও কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা পুলিশ। ৯ তারিখ রোজ রবিবার সকাল সাড়ে পাচঁ টায় ঢাকার  তুরাগ থানাধীন রাউজুক  উওরা এপার্টমেন্ট প্রকল্প সেক্টর ১৮ ব্লক হতে গ্রেপ্তার করেছে পুলিশ। কামরুজ্জামান সুজন এবং কামরুল হাসান শেরপুর সদর উপজেলার পৌর শহরের গৃদ্দানারায়পুর এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে।পুলিশ সূএে জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলর নেতৃত্বে এসআই(নি:)আশিকুর রহমান এ এসআই(নি:)শফিকুল ইসলামের চৌকস দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার তুরাগ থানাধীন একটি আবাসিক ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে।
 স্থানীয় এবং পুলিশ সূএে জানা গেছে বিভিন্ন ব্যাংক ও শত শত লোকজনে কাছ থেকে প্রায় এক শতকোটি টাকার উপরে ঋণ করে সুজন ও শাহীন অনেক দিন যাবৎ  পলাতক।পাওনা টাকা না দেওয়া পাওনা ধারেরা কামরুল  ও সুজনের নামে মোট ৯২ টি মামলা দায়ের করেন।  পুলিশ সুপার মোঃ ইসলাম বলেন ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানা মূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি দীর্ঘ পাঁচ মাস পর বিশেষ অভিযানে কামরুল হাসান  ও সুজনকে সূক্ষ্ম কৌশলে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *