

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ চাঁদ পুর প্রতিনিধি
মাদক সেবন থেকে দূরে থাকি মনের আনন্দে খেলাধুলা করি। এই স্লোগান কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫,ইউনিয়ন পর্যায়ে ক্রিয়া সংস্কৃতি বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং, ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্বহর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত কাল সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ১৪ নং দক্ষিণ ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার এম মনিরুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অলিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, উপস্থাপনা ও পরিচালনা করেন পূর্ব হর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোজি আক্তার, এ-সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, নাজিমউদ্দিন মাস্টার,পরিশেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।