মার্চ ১৬, ২০২৫
Home » জামালপুরের ইসলামপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’ এর তৃতীয় দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
received_635844658987584 (1)

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের কে আদালতে সোপর্দ করেছে ইসলামপুর থানা পুলিশ। গত রাত (১০ ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইসলামপুর উপজেলার আওতাধীন সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে ও সিরাজাবাদ ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম খান শামীম (৩৫), লক্ষীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে, আওয়ামীলীগ কর্মী ও ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ হুমায়ুন রশিদ  দুলাল (৩৫), উত্তর সিরাজাবাদের বাসিন্দা মোঃ ফজলুর রহমানের ছেলে ও ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ তানজিল হোসেন (২২)। এ প্রসঙ্গে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। অভিযানের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *