জুন ১৪, ২০২৫
Home » নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা-কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা 
1000079678

মোঃ উজ্জ্বল হোসেন, ভেড়ামারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়েছে । জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এই তালিকা ঘোষণা করেন। মূলতঃ প্রার্থীদের নাম ঘোষণা রাজনীতির মাঠে সুবিধাজনক স্থান তৈরির জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশ জুড়ে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছে। প্রার্থীরা যেন আরও বেশি পরিমাণে জনবান্ধব ও জনপ্রিয় হয়ে ওঠার জন্য পর্যাপ্ত কাজ করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ঘোষণা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার চারটি আসনেও জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। এতে কুষ্টিয়ার ৪টি আসনের জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
জামায়াত মনোনীত কুষ্টিয়ায় এই চারজন প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসাইন । গত ৯ ফেব্রুয়ারি রবিবার মাগুরার এক সভায় জামায়াতের এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। প্রার্থীদের নাম ঘোষণা শেষে তিনি উপস্থিত সকলের প্রতি নির্বাচনী দিকনির্দেশনা দেন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আল্লাহর সাহায্য কামনা করেন। প্রার্থীদের নাম ঘোষণার পর পরই জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। তবে আপডেট জোট হলে যেখানে যাকে ছাড় দেওয়া দরকার, সেখানে তাকে ছাড় দেওয়া হবে বলে জামায়াতের একটি সূত্র জানিয়েছে।
এদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, এটা প্রাথমিক সিলেকশন। নির্বাচনের তফশীল হলে কেন্দ্রীয় ভাবে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: ইজ্জত উল্ল্যাহ বলেন, আমাদের ৩০০ সংসদীয় আসনের জন্যই প্রস্তুতি রয়েছে। বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে যাদেরকে বাছাই করা হচ্ছে, তাদের জনপ্রিয়তা যাচাইয়ের প্রাথমিক প্রস্তুতির অংশ এটি। আমরা প্রার্থীদের বলে দিয়েছি, যদি তারা জনপ্রিয়তা অর্জন করতে পারে তাহলে তাদের চূড়ান্ত করা হতে পারে। কেন্দ্র তাদের একটা সুযোগ দিয়েছে তারা জনপ্রিয় হলে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *