মার্চ ১৬, ২০২৫
Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু 
FB_IMG_1739335133610

পনির,শেরপুর প্রতিনিধি

 শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আকরাম হোসেন (৪২) কৃষি শ্রমিক আব্দুল হানিফ (৪৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।  বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে শেরপুর  সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আকরাম হোসেন সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং শ্রমিক আব্দুল হানিফ একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আকরাম হোসেন বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে তারই কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে আসে। এসময় হানিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলে দু’জনই প্রাণ হারায়। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। সদর থানার এসআই আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *