

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
মানুষকে ভালোবাসতে শিখুন,
ঘৃণার বাঁধন ছিঁড়ে ফেলুন।
হৃদয়ের মাঝে গড়ে তুলুন,
স্নেহ-মমতার এক সুপ্ত বাগান।
হাসির মাঝে সুখ লুকিয়ে,
কান্নার ভেতর ব্যথা জমে,
একটু পাশে দাঁড়ালে দেখো,
বেদনাও হাসি হয়ে ওঠে।
ভালোবাসা হলো এক আলো,
অন্ধকারেও পথ দেখায়,
হাতটি বাড়িয়ে দিলেই দেখবে,
ঘৃণা কোথাও টিকতে না চায়।
মানুষের মাঝে মানুষ হও,
ভেদাভেদ সব ভুলে যাও,
ভালোবাসার একফোঁটা জল,
শুষ্ক হৃদয় বাঁচিয়ে রাখো।