মার্চ ২১, ২০২৫
Home » মিডিয়ার মুখোমুখি ফটিকছড়ির তরুণ উদ্যোক্তা মো:রেজাউল করিম
1000073401 (1)

মো:আজগর আলী, ফটিকছড়ি,চট্টগ্রাম 

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একজন তরুণ উদ্যোক্তা মো:রেজাউল করিম।তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা,শিক্ষানুরাগি,সমাজ সেবক ও ক্রিড়া ব্যাক্তিত্ব।দীর্ঘদিন ধরে মো:রেজাউল করিম পাইন্দং ইউনিয়ন খেলোয়াড় সমিতি সদস্য সচিব,স্বনামধন্য পাইন্দং  ফাউন্ডেশনের সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।তিনি উপজেলার পাইন্দং  ইউনিয়নের দরিদ্র
জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে  দীর্ঘদিন ধরে ডলু স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ে বিনাবেতনে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি একজন কো-অপ্ট সদস্য ও পাইন্দং বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য।তিনি পাইন্দং গাউছিয়া আহমদিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য।এছাড়াও মো:রেজাউল করিম একজনস কৃষক প্রতিনিধি।তিনি প্রাণি সম্পদ পিজি গ্রুপের সম্মানীত সভাপতি।মো:রেজাউল করিম আবহনী জুনিয়র ক্লাবের ভিআইপি টিম ম্যানেজার ও নেমা একাডেমি বাফুকে অনুমোদিত চেয়ারম্যান হিসেবে সুনামের  সহিত দায়িত্ব পালন সহ বহু সামাজিক সংগঠন,স্বেচ্ছাসেবী,দাতব্য প্রতিষ্ঠানের অন্যতম সফল প্রতিষ্ঠাতা ও  পরিচালক হিসেবে সুপরিচিত।দৈনিক মানবাধিকার প্রতিদিন নিউজের পক্ষ থেকে জনাব মো:রেজাউল করিমের জন্য শুভকামনা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *