

মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে চার ইটভাটা থেকে সাড়ে চার লাখ টাকা অর্থদণ্ড আদায় করে ভাটা বন্ধের নির্দেশনা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামন্দি ও আকুবপুর এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনাকালে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ অর্থদণ্ড আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমতা ইটভাটায় দেড় লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের জেল। অন্যদিকে জনতা ইটভাটায় এক লাখ, রূপসা ইটভাটায় এক লাখ ও থ্রী স্টার ইটভাটা থেকে এক লাখ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, গাংনী থানা পুলিশের একটি টিম ও বামন্দি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।