

মো. তাহিদুল হক,যাপিত জীবন
দিনের আলোয় খুঁজি যারে,পাই না তারে, কোন ভরসায় ফের পা বাড়াই অন্ধকারে! জানি না তা! জানি না এই রূদ্র মনে, কিসের নেশায় ছুটছি আমি অকারণে! তোমায় ভুলে চলছি প্রভু আমার কাজে,
রাখছি আমায় সদা ব্যস্ত আমার মাঝে। আড়াল থেকে তুমিই কেবল যাচ্ছ সরে, কালো মেঘে পড়ছ ঢাকা হঠাৎ করে! উঠছ যখন ঐ গগনে আসন খুলে, বিশ্ব তখন নিদ্রা গমন তোমায় ভুলে!