মার্চ ২১, ২০২৫
Home » রাজশাহীর তানোর ১নং কলমা ইউনিয়ানে বিএনপির পথযাত্রা অনুষ্ঠিত
FB_IMG_1739280398237

হামিদুর রহমান, তানোর  রাজশাহী প্রতিনিধি 

গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়নে বিএনপির নেতৃত্বে এক বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।এই পথযাত্রায় বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোঃ হজরত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, তানোর উপজেলা বিএনপি মোঃ মফিজ উদ্দিন  সাংগঠনিক সম্পাদক, ১ নং কলমা ইউনিয়ন বিএনপি মোঃ কালাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং কলমা ইউনিয়ন বিএনপি মোঃ রায়হানুল হক রায়হান, যুগ্ম আহ্বায়ক, তানোর উপজেলা যুবদল মোঃ আব্দুল বাশির, আহ্বায়ক সদস্য, তানোর উপজেলা যুবদল মোঃ মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল ও সদস্য সচিব, তানোর উপজেলা ছাত্রদল মোঃ রনজু আহমেদ, আহ্বায়ক সদস্য, তানোর উপজেলা ছাত্রদল মোঃ রনি আহমেদ, নেতা, ১ নং কলমা ইউনিয়ন ছাত্রদল মোঃ মিজানুর রহমান মিজান, সভাপতি, ১ নং কলমা ইউনিয়ন কৃষক দল। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই পথযাত্রায় অংশ নেন।
বিএনপি নেতারা তাদের বক্তব্যে সরকারের নীতির কড়া সমালোচনা করেন এবং নিম্নলিখিত ১০ দফা দাবির বাস্তবায়নের দাবি জানান- অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাব ধায়ক সরকারের অধীনে নির্বাচন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।বিদ্যুৎ ও জ্বালানির মূল্য হ্রাস। গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ।গুম-খুন-গ্রেফতার ও রাজনৈতিক হয়রানি বন্ধ। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ও বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি দুর্নীতি দমন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা সংবিধান পুনর্গঠন এবং জনগণের অধিকার নিশ্চিতকরণ সকল রাজবন্দির মুক্তি।
বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবের পরিবর্তে তাদের দুর্নীতি ও দমননীতি জোরদার করছে। তাঁরা আরও বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। পথযাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *