মার্চ ১৫, ২০২৫
Home » শুধু মেধা বিকাশ নয়, সুশিক্ষার মাধ্যমে শিশুদের মানবিক মানুষ তৈরীতে কাজ করছে শিশু কানন
Uzzal Gaibandha-01

সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা প্রতিনিধি

শিশু কানন প্রি- ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন মণ্ডল বলেছেন, শিশুদের শুধু মেধা বিকাশ নয়, সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ  করে যাচ্ছে শিশু কানন। সে লক্ষ্যে গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিশুদের আত্মিক উৎকৃৃষতার উন্নয়নে বিশেষ মনোযোগী শিক্ষা প্রতিষ্ঠানটি। বুৃধবার (৫ ফেব্রুয়ারি) সাফল্যে-স্বপ্নীল অগ্রযাত্রার ২২ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষকত সাধারণ কোন পেশা নয়, মহান এ পেশাটি মূলত: একটি সাধনার।

পাঠদানের মাধ্যমে শিশুদের শুধু মেধা বিকাশ নয়, সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সেই সাধনা চালিয়ে যাচ্ছে শিশু কানন। আমরা গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিশুদের আত্মিক উৎকৃৃষতা সৃষ্টি করতে চাই। তিনি আরো বলেন, টানা ৩২ বছর শিক্ষকতা পেশায় জড়িত। এরমধ্যে শিশু কাননের সঙ্গে কাটিয়েছি ২১ বছর। দীর্ঘ এ পথ চলায় শিক্ষার্থীদের সঙ্গে অদৃশ্য  এক মায়া-ভালোবাসার জালে জড়িয়ে পড়েছি। কোমলমতি এসব শিশুদের সঙ্গে চলতে গিয়ে ব্যক্তি জীবনের চাওয়া- পাওয়া ভুলে গেছি। সত্যি বলতে শিশুকাননের প্রতিটি শিক্ষার্থীদের খুব বেশী ভালবেসে ফেলেছি। আজ নিজের সন্তান আর তাদের মাঝে পার্থক্য করতে পারি না।

অভিভাবকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতাকে ভিত্তিকরে আগামি সময়গুলো আরো সুন্দর, সমৃদ্ধ ও গতিশীল করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে শিশু কানন। সেক্ষেত্রে অভিভা বকদের সবার দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠান পরিচালক রুহুল আমিন মণ্ডল। জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বর্ণাঢ্য সব আয়োজন। আয়োজনের মধ্যে ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব শামসুজ্জোহা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *