মার্চ ২১, ২০২৫
Home » সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
Gallery_1729597118228

মোঃ কাওসার আলি, শিবগঞ্জ প্রতিনিধি 

 চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ঝিল্লিপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী নীলফামারী জেলার সৈয়দপুর থানার অন্তর্গত মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে রিয়াদ চৌধুরী (১৭)। এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান রতন চৌধুরীর একমাত্র ছেলে রিয়াদ চৌধুরী মঙ্গলবার সকালে মটরসাইকেল যোগে চাঁপাই নবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঝিল্লির মোড় এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলা শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির এসএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থী রিয়াদ চৌধুরী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *