মার্চ ২৩, ২০২৫
Home » হয়ে গেল দেশের সবচেয়ে বড় টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আবরণ জায়ান্টস
20250210_173326 (1)

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ।  প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) মো. সুলতান উদ্দিন প্রদান,জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ফটিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহাদাত হোসেন, এবং বেভারেজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার ও অ্যাডমিনিস্ট্রেশন ট্রান্সকমের মো. মোরশেদুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আবরণ জায়ান্টস এর প্রধান পৃষ্টপোষক ছিল শফিপুরের স্বনামধন্য পোষাক শোরুম আবরণ ফাইনাল ম্যাচটি ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস ও বরিশাল বিভাগের আবরণ ডায়ান্টস দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের আরও অনুপ্রাণিত করবে, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *